শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জয়সূচক গোল ছাপিয়ে ‘সেজদাহ’ করে আলোচনায় রোনালদো

আপডেট : ২৫ মে ২০২৩, ১১:১২

আরো একবার আল নাসরকে বিপদ থেকে বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমে ০-২ গোলে পিছিয়ে পড়া আল নাসরকে উপহার দিলেন জয়। আল শাবাবের বিপক্ষে রোনালদোর এনে দেওয়া ৩-২ গোলের জয়ে বেঁচে থাকল আল নাসরের লিগ শিরোপার আশা। দলের জয়সূচক গোলটা করার পর প্রথমে নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন করেন, পরে মাটিতে লুটিয়ে পড়েন সেজদায়।

নিজেদের ঘরের মাঠে রোনালদোর আল নাসর ম্যাচের ৪০ মিনিটের মধ্যেই হজম করে বসে ২ গোল। এই অবস্থায় ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়াটা কঠিনই ছিল। তালিস্কা, আবদুর রহমান ঘারিব ও রোনালদো মিলে সেই কঠিন কাজটাই করেছেন। ৪৪ মিনিটে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন তালিস্কা। ৫১ মিনিটে দলকে সমতায় (২-২) ফেরান আবদুর রহমান ঘারিব। এরপর ৫৯ মিনিটে দারুণ ১ গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। শেষ পর্যন্ত তার সেই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।

গোলটি করেই পর্তুগিজ সুপারস্টার নিজের সেই বিখ্যাত ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন। তার পরেই দর্শকদের উপহার দেন বড় এক চমক। মাটিতে লুটিয়ে পড়ে ‘সেজদাহ’ করেন। মুসলিম দেশে খেলতে এসেছেন, তাই মুসলিমদের রীতিতেই কৃতজ্ঞা জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। 

প্রতিপক্ষ আল শাবাবের গোলপোস্টের কাছে রোনালদোর এই ‘সেজদাহ’র সময় দুই দলের খেলোয়াড়েরাই ঘিরে ধরে অভিনন্দন জানান তাকে। এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট হলো দুই নম্বরে থাকা আল নাসরের। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। যার অর্থ, শিরোপা জিততে হলে রোনালদোদের বাকি দুই ম্যাচেই জিততে হবে, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের পয়েন্ট হারানোর জন্য প্রার্থনাও করতে হবে।

ইত্তেফাক/এসএস