বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

আপডেট : ২৫ মে ২০২৩, ১১:২৯

পাবনার সাঁথিয়ার মাধপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে পাবনা ও ঢাকা সড়কের এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও দুজন।

নিহত বাবু (৪০) পাবনা মুলাডুলি গ্রামের কাশেমের ছেলে।

আহতরা হলেন ট্রাকচালক আ. লতিফ ও তার সহকারী তুহিন।                                              

মাধপুর হাইওয়ে থানার এএসআই মাসুম জানান, পাবনাগামী রড বোঝাই ট্রাকের সঙ্গে কাশিনাথপুরগামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাকচালকের সহকারী নিহত হন।  এঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী  আহত হন।

পাবনা ফায়ার সার্ভিস ইউনিট প্রধান জাকির হোসেন জানান, সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসরণ করে। লাশ পরিবারের কাছে হস্তন্তরের করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে