বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এইচপির ক্রিকেটারদের সাহস জোগাবো নিজেদের সেরা অবস্থায় যেতে: হেম্প

আপডেট : ২৫ মে ২০২৩, ১২:১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প শুরু হয়েছে গতকাল বুধবার (২৪ মে) থেকে, যা চলবে এক মাসব্যাপী। আর এই ক্যাম্পে এইচপিদের জন্য নতুন করে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড হেম্পকে। 

মঙ্গলবার (২৩ মে) ঢাকায় এসে তিনি গতকাল বুধবার থেকেই দলের সঙ্গে কাজ শুরু করে দেন। এদিন খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে একাডেমিক ভবনে মিটিং সেরে বেরিয়ে প্রথম বারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তাদের সাহস জোগাব নিজেদের সেরা অবস্থায় যেতে।’

খেলোয়াড়ী জীবনে বারমুডার হয়ে কেবল ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হেম্প। তবে তার ছিল লম্বা কাউন্টি অভিজ্ঞতা। কিন্তু পরে কোচ হিসেবে ছিলেন পাকিস্তান নারী দলের দায়িত্বেও। এবার দুই বছরের জন্য এইচপি হেড কোচ হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। 

গতকাল এই দায়িত্ব নিয়েই হেম্প বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিতে পারি, কীভাবে ক্রিকেটারদের প্রস্তুত করব। কন্ডিশনের জন্য প্রস্তুত হতে আমরা উইকেট ঠিক করতে পারি। আমরা চাই একসঙ্গে হয়ে চণ্ডিকা বা মূল দল কী চাইছে, কী ধরনের খেলোয়াড় তাদের দরকার, কোন স্কিলে কমতি আছে ওগুলোতে উন্নতি করা। এজন্যই তারা (এইচপির ক্রিকেটাররা) এখানে। আমরা তাদের সাহস জোগাব নিজেদের সেরা অবস্থায় যেতে। এখান থেকে এমন খেলোয়াড় তুলে আনা সম্ভব, যারা সারা দুনিয়ার সব কন্ডিশনে ও দেশে খেলতে পারে।’

এরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এ সময় তিনি বিভিন্ন কিছু নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, ‘আমি এখনো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি। কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন- গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়।’

ইত্তেফাক/এসএস