বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রনি

আপডেট : ২৫ মে ২০২৩, ১৩:০৫

চলমান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সরকার শাহিনুর ইসলাম রনি। বৃহস্পতিবার (২৫ মে) সকালে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় হয়রানির মুখে পড়ার অভিযোগ করে রনি বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত পাঁচ দিন ধরে গ্রেপ্তার আতঙ্ক তো আছেই।

কাশিমপুর কেন্দ্রে অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে তিনি বলেন, টঙ্গীর একটা কেন্দ্রে একজন নারী ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া বাইরে যারা আছেন তাদেরও সমস্যা করা হচ্ছে। তবে ভেতরের পরিবেশ এখনও সুষ্ঠু আছে।

ইত্তেফাক/আর