শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২০২২ সালে ফিনল্যান্ডে স্থানান্তরিত রুশদের সর্বোচ্চ রেকর্ড

আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:২৪

২০২২ সালে, তিন দশকের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে অভিবাসিত হয়েছেন। বুধবার (২৪ মে) প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানায় মস্কো টাইমস।

২০২২ সালে, তিন দশকের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে অভিবাসিত হয়েছেন।

ফিনল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মোট ৬ হাজার মানুষ রাশিয়া থেকে ফিনল্যান্ডে পাড়ি জমান। এটি দেশটিকে অভিবাসনের ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশে পরিণত করেছে। প্রায় ৫০ হাজার লোক দেশটিতে স্থানান্তরিত হওয়ায় সামগ্রিক অভিবাসন বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন গড় ২৯ হাজার থেকে ৩৬ হাজারের মধ্যে রয়েছে। ১৯৯০ এর দশকের শুরু থেকে রাশিয়া থেকে ফিনল্যান্ডে বার্ষিক অভিবাসন ৩ হাজার ১০০ এর নিচে ছিল।

গত বছর মোট ৬ হাজার মানুষ রাশিয়া থেকে ফিনল্যান্ডে পাড়ি জমান।

ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা জানান, এই মুহূর্তে অনেকেই রাশিয়া ছাড়ছেন। বিষয়টি অবশ্যই ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। অনেক রাশিয়ান আশ্রয় প্রার্থী হিসেবে এসেছিলেন, একই সময়ে অনেকে আবার কাজের সন্ধানেও এসেছিলেন।

ইত্তেফাক/ডিএস