জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি বছরেই রয়েছে বড় দুটি ইভেন্ট। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বড় ইভেন্টে পাকিস্তানের ভরসার নাম বাবর আজম। তবে সম্প্রতি দ্রুত গতিতে বাইক চালিয়ে সমালোচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
সম্প্রতি বাইক চালানোর একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন বাবর আজম। সেখানে দেখা যায় লাহোরের রাস্তায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বাবর। নিয়ম মেনে মাথায় হেলমেট পরে থাকলেও দ্রুত গতিতে বাইক চালানোয় দুশ্চিন্তা পড়েছেন ভক্তরা।
বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালানো মেনে নিতে পারছেন না ভক্তরা। আর তাই পাকিস্তানি অধিনায়কের সমালোচনা করেছেন নেটিজেনরা।
এক ভক্ত বাবরের সমালোচনা করে লিখেছেন, 'বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। এমন সময়ে ঝুঁকি নিতে হবে কেন? দয়া করে তাকে অধিনায়কত্ব থেকে বাদ দিন।'