মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন 

আপডেট : ২৬ মে ২০২৩, ০৮:৫৮

কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্যসেবা ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ কমিউনিটি ক্লিনিক জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে যশোর জেলা ছাত্রলীগ।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস,সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, সহ-সভাপতি রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম রিয়েল প্রমুখ।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই স্বীকৃতি আমাদের জন্যে গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ।

ইত্তেফাক/এএইচপি