সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘নিজের জীবনের গল্প কখনো এমন মর্মান্তিক হবে কল্পনাও করিনি’

আপডেট : ২৫ মে ২০২৩, ২১:২২

অনাগত যমজ সন্তানকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। স্ত্রী শারমিন সাজ্জাদকে নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন এই অভিনেতা। সেখানেই তাদের অনাগত সন্তানদের কবরস্থ করা হয়েছে।

গত ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারানোর ব্যথায় মানসিকভাবে বিপর্যস্ত ইরফান। বৃহস্পতিবার (২৫ মে) কবরের ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন ইরফান।

সেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবীতে শুধু একটা জিনিসকে মানুষ তার একান্ত নিজের বলতে পারে, আর তা হলো নিজের সন্তান। আল্লাহ আমাদের একসঙ্গে দুজন দিয়েছিলেন, আবার নিয়েও গেলেন।’

অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। কিন্তু পর্দার গল্পও যেন হার মেনেছে বাস্তব জীবনের কাছে। তা উল্লেখ করে ইরফান লিখেছেন, ‘আমি অনেক গল্পে অভিনয় করেছি, নিজের জীবনের গল্প কখনো এমন মর্মান্তিক হবে কল্পনাও করিনি। জীবনটাই হয়তো এমন, যেখানে বাস্তবতা কল্পনাকেও হার মানায়। ভালো থেকো আমার ‘প্রিয়’ আর ‘মায়া’। দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ।’

ইরফান সাজ্জাদের স্ত্রী শারমিন সাজ্জাদ দীর্ঘ দিন ধরে অসুস্থ। স্ত্রীর শারীরিক অবস্থা জানিয়ে কয়েক দিন আগে ইরফান বলেন, ‘আমার স্ত্রী এখনো অসুস্থ। তার চিকিৎসা চলছে। সন্তান কি সেটা উপলব্ধি করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থায় নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি।’

ইত্তেফাক/বিএএফ