শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুর ভূমি সেবা সপ্তাহে জনসচেতনতা মূলক সভা

আপডেট : ২৬ মে ২০২৩, ২১:৫৮

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশীদ খান।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এই সময়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইনউদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার হোসনে আরা তান্নিসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ছাড়াও আরো অনেকেই। 

এর আগে, ‌‌‘ভূমিসেবা সপ্তাহ ২০২৩’ শুরু হয় গত ২২ মে। চলবে ২৮মে পর্যন্ত। গত ২২ মে সকালে মাদারীপুর জেলা প্রশাসন এবং উপজেলা সদর ভূমি অফিস কর্তৃক যৌথভাবে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা প্রার্থীগণকে সহজে স্মার্ট ভূমিসেবা প্রদানের জন্য সেবাবুথ স্থাপন করা হয়েছে মাদারীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সম্মুখে।

প্রতিদিন শতশত সেবাপ্রার্থীরা এই বুথ থেকে সহজেই বিভিন্ন প্রকার স্মার্ট ভূমিসেবা গ্রহণ করছেন।  এসবের মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে নামজারির আবেদন দাখিল, অর্পিত সম্পত্তি  এবং চান্দিনা ভিটির লীজ নবায়ন ইত্যাদি। এছাড়া খাসজমি বন্দোবস্ত ও করণিক ভুল সংশোধনের  আবেদন গ্রহণসহ উপজেলা ভূমি অফিসের সকল সেবা দ্রুত ও সহজে পাওয়া যাচ্ছে এই বুথে। 

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, সেবাপ্রার্থীগণকে সহজে সেবা প্রদানের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত এবং উদ্বুদ্ধ করা  ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন স্মার্ট ভূমিসেবা সম্পর্কে  মানুষ যত বেশি জানবে তত সহজে তারা ভূমি সেবা পাবে এবং ভূমিসেবা পাওয়ার জন্য ভূমি অফিসে আসারও দরকার হবে না। ঘরে বসেই মানুষ যাতে ভূমিসেবা পেতে পারে, সেজন্যেই প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ, স্মার্ট ভূমিসেবা। এই উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত সেবা বুথের সামনে গতকাল সরেজমিনে গিয়ে কথা হয় ভূমি সেবা সপ্তাহে সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে। সহজেই বিভিন্ন ভূমিসেবা পেয়ে তারা খুশি। 

সেবাপ্রার্থী আনোয়ার হোসেন জানান, মঠখোলা বাজারে তিনি একটি চান্দিনা ভিটি লীজ নিয়েছেন। সেই লীজ নবায়নের জন্য এসেছিলেন। সেবাবুথে নির্ধারিত লিজমানি দেওয়ার পরই তিনি লিজ নবায়নের ডিসিআর পেয়েছেন, এক মিনিটও সময় নষ্ট হয়নি, কোন হয়রানি নেই, সেবা পেয়ে তিনি খুব খুশি। তেমনই আরেকজন সেবাগ্রহীতা কেন্দুয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলম এসেছিলেন তার অর্পিত সম্পত্তির লীজ নবায়ন করতে, আরও কয়েকজন তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করলেন অনলাইনে, সবাই সেবা পেয়ে সন্তুষ্ট। 

অনলাইনে নামজারির আবেদন করা বিথী বেগম কুকরাইলের বাসিন্দা। তিনি জানান, নামজারির আবেদন করার সব কাজপত্র তিনি সঙ্গে আনেননি। কিন্তু ভূমি অফিসের সেবাবুথে দায়িত্বরত সহকারী তাকে সহায়তা প্রদান করেছেন। তার দলিল স্ক্যান করে দিয়েছেন, অনলাইন থেকে খতিয়ান খুজে বের করেছেন তারপর তার নামজারির আবেদনটি অনলাইনে দাখিল করে দিয়েছেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা বুথ থেকে সহজেই এমন তাত্ক্ষণিক সেবা পেয়ে সকল সেবাপ্রার্থীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভূমি সেবার সহজীকরণের জন্য।

ইত্তেফাক/কেকে