শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নতুন পরিচয় পেতে আমিরাতে আশরাফুল

আপডেট : ২৬ মে ২০২৩, ১০:৫৪

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার হিসেবে পরিচিত মোহাম্মদ আশরাফুল। সে সময় আশরাফুলের মারমুখী ব্যাটিং স্টাইলে টাইগারদের চর্চা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এক কালো অধ্যায়ের মাধ্যমে তার জাতীয় দলের হয়ে খেলার ইতি ঘটে। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়। তবে টাইগারদের হয়ে আর মাঠে না নামলেও ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে এবার ক্রিকেটার পরিচয় বাদ দিয়ে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন কোচিং ক্যারিয়ারে। অবশ্য গেল ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগেই নিজের এমন আশা প্রকাশ করেছিলেন আশরাফুল।

গত বুধবার (২৪ মে) নতুন ক্যারিয়ারের সুচনা করতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন টাইগার প্রথম সুপারস্টার। সেখানে লেভেল-৩ কোচিং কোর্স করবেন তিনি। আবুধাবিতে এই কোর্সের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ (২৬ তারিখ) থেকে শুরু হবে এ কোর্সটি।

বুধবার দেশ ছাড়ার আগে কোচিং ক্যারিয়ার শুরুর প্রস্তুতি নিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেন আশরাফুল। নিজের ব্যাক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভে তিনি বলেন, ‘আমি আবুধাবি যাচ্ছি, ২৬ তারিখ থেকে লেভেল -৩ কোচিং শুরু হবে। আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় হচ্ছে এটা। রোজার ঈদের আগে জানতে পারি, লেভেল-৩ কোর্স হবে। ২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শূন্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্টাম ভিন্ন। শিখতে যাচ্ছি, ৬ দিনের  কোর্স। সবাই দোয়া করবেন।’

এর আগে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ২০১২ সালে ইসিবির অধীনে লেভেল-২ কোর্স করেছিলেন আশরাফুল। কারণ ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। এছাড়া টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল -১ কোর্স না করলেও চলবে।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন