সিলেটে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে খেলতে নামা দ্বিতীয় চার দিনের ম্যাচে তৃতীয় দিন যেন ছিল পুরোই বাংলাদেশ 'এ' দলের দখলে। এদিনের শুরুতে যেমন বল হাতে ক্যারিবিয়ানদের উইকেট আগুন ঝরিয়েছে পেসার তানজিম হাসান সাকিব। তেমনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আগের ইনিংসগুলোতে খেলা নিজেদের ব্যাটিং ব্যর্থতা কিছুটা কাটিয়েছে টাইগার 'এ' দল। এতে তৃতীয় দিন তিন ব্যাটারের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের লিড নিয়েই খেলা শেষ করেছে আফিফরা।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছিল ৩৪৫ রানের। গতকাল বৃহস্পতিবার ২৬৮ রানে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায়। অতিথিদের ৪টি উইকেটই নেন পেসার তানজিম হাসান সাকিব।
এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও তা মোটেও হয়নি। ব্যক্তিগত মাত্র ১৩ রানে রিফার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। এরপর সাইফও ১৬ রানে ফেরেন। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন সাদমান ও নাঈম শেখ। প্রতিরোধ গড়লেও তাদের জুটি বড় হয়নি। নাঈম প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইকেটের বল কাট করতে গিয়ে বোল্ড হন। ২৮ রান আসে তার ব্যাট থেকে। সেখান থেকে সাদমান ও দিপুর লড়াই শুরু হয়। দুজনই তুলে নেন ফিফটি। আজ ১৬৬ রানের লিড নিয়েই ৪ উইকেট হাতে নিয়ে ম্যাচের চতুর্থ এবং শেষ ম্যাচ খেলতে নামবে এই দুই দল।