মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশীদ।
দৌলতপুর উপজেলা নির্বাচন অফিস জানায়, ৬নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদুর রহমানের মৃত্যুতে ওই ওয়ার্ডের সদস্য পদ শূন্য হওয়ায় বৃহস্পতিবার (২৫ মে) পুনরায় মান্দার তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. জাকির হোসেন টিউবওয়েল প্রতীক ও মো. লেবু মিয়া মোরগ প্রতীকে ৪৯৯ করে দুজন সমান ভোট পেয়েছেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. আব্দুস সালাম বলেন, ৯নম্বর ওয়ার্ডের সদস্য পদে দুজন প্রার্থী সমান-সমান ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের ফল নির্বাচন কমিশনে পাঠানো হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্ডের কেন্দ্রে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৫৭, ভোট দিয়েছেন এক হাজার ৭১১ জন, অনুপস্থিত ছিলেন ৫৪৬ জন ভোটার। মো. জাকির হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছে ৪৯৯ ভোট, মো. লেবু মিয়া মোরগ প্রতীক ৪৯৯, মো. লোকমান হোসেন তালা প্রতীক ৪৫০, মো. পান্নু কাজী আপেল প্রতীক ১৭৬, মো. মজিবুর শেখ ফুটবল প্রতীকে ৮৭ ভোট পান।