শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক ছাত্রদলের নেতার মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৩, ১২:৪৪

নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা আশরাফুল মারা গেছেন। এ ঘটনায় দুই ছাত্রদল নেতার মৃত্যু হলো।

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে আশরাফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, গতকাল সাদেকুর রহমান, আজ আশরাফুল মারা গেছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

নরসিংদীতে সংঘর্ষ নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার চিনিশপুরে সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদেকুর রহমান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, সাদেকুর রহমান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর এলাকার আলাউদ্দিনের ছেলে। নিহত আশরাফুল শহর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সাঠিরপাড়ার নাজমুল হকের ছেলে।

ইত্তেফাক/এসকে