শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যে কারণে থাইল্যান্ডের কাছে এফ-৩৫ বিমান বিক্রি করবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ মে ২০২৩, ১৩:৫৩

প্রশিক্ষণ ও কারিগরি বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের কাছে অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করেনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার চিফ মার্শাল প্রোপাস সোর্নচাইদি

থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার চিফ মার্শাল প্রোপাস সোর্নচাইদি এক বিবৃতিতে জানান, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রির শর্তাবলীর মধ্যে সময় সীমাবদ্ধতা, প্রযুক্তিগত বাধ্যবাধকতা ও রক্ষণাবেক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকৃতি জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে সামরিক জোট ন্যাটোর বাইরে থাইল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে ঘোষণা করা হয়। সর্বশেষ মার্কিন যুদ্ধবিমান কেনার জন্য গত বছর দেশটি ১৩ দশমিক ৮ বিলিয়ন বাথ বাজেট বরাদ্দ করেছিল।

লকহিড মার্টিন এফ-৩৫এ
 
কারণ থাইল্যান্ডের বেশিরভাগ যুদ্ধবিমানই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৫ ও এফ-১৬ মডেলের। থাইল্যান্ড এই পুরানো বিমানগুলো প্রতিস্থাপন করতে নতুন যুদ্ধবিমান আনতে চায়। সে লক্ষ্যে দেশটি আটটি লকহিড মার্টিন এফ-৩৫এ যুদ্ধবিমান কিনতে চেয়েছিল।

ইত্তেফাক/ডিএস