টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। স্বাধীন বাংলাদেশের ফুটবলে প্রথম দল হিসেবে টানা চার লিগ শিরোপা জেতের নজির গড়লো তারা। শুক্রবার (২৬ মে) শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২২-২৩ মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করলো কিংস।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচের ৬ মিনিটেই লিড পায় বসুন্ধরা। এরপর দুই গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ৩-২ লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতির আগে গোল করে কিংসকে লিড এনে দেন রবসন ও মোরসালিন।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কিংসের ড্যারিয়েলটন গোমেজ। এরপর ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোল করেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের শেষ দিকে দুই গোল করে হারের ব্যবধান কমান শেখ রাসেলের ইকেচুকু। শেষ পর্যন্ত ৬-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে কিংস।