রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলায় যাত্রী গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২৩, ১৯:৩৭

দক্ষিণ কোরিয়ায় মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলার কারণে গ্রেপ্তার করা হয়েছে এক যাত্রীকে। খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়েছে। খবর বিবিসি।

আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম ও তিনি কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১২৪ ফ্লাইটটির আধ ডজন যাত্রী শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন। তাদেরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে বিমানের এক পাশে ফাঁকা অংশ এবং সিটে বসে থাকা যাত্রীদের দিকে বাতাস ধেয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে বিমান দায়েগুতে নামে, তার কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খোলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

সপ্তাহান্তে একটি ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক স্কুলবয়সী একাধিক শিশুও ওই ফ্লাইটে ছিল।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, জানিয়েছে আসিয়ানা এয়ারলাইন্স।

ইত্তেফাক/এফএস