শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওমানে ইরান ও বেলজিয়ামের বন্দী বিনিময়

আপডেট : ২৭ মে ২০২৩, ১২:৪৬

ইরান-বেলজিয়াম বন্দী বিনিময় করেছে। ওমানের মধ্যস্থতায় শুক্রবার (২৬ মে) কার্যকর হয় এ বন্দী বিনিময়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

বিনিময়ে ব্রাসেলস আসাদুল্লাহ আসাদি নামে এক কূটনীতিককে মুক্তি দেয়।

প্রতিবেদনে বলা হয়, ওমানের মধ্যস্থতায় তেহরান এক দাতব্য কর্মীকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ব্রাসেলস আসাদুল্লাহ আসাদি নামে এক কূটনীতিককে মুক্তি দেয়। মুক্তি পাওয়া দুইজনই ওমানের রাজধানী মাস্কাট থেকে নিজ নিজ দেশে ফিরেছেন।

২০২১ সালে বেলজিয়ামে এই ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ফ্রান্সে নির্বাসনে থাকা একটি ইরানি বিরোধী দলের ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি।

ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে অলিভিয়ার নামে এক বেলজিয়ান দাতব্য কর্মীকে গ্রেপ্তার করে।
 
সে সময় তেহরান তার গ্রেপ্তার ও সাজাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে। এরপর ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে অলিভিয়ার নামে এক বেলজিয়ান দাতব্য কর্মীকে গ্রেপ্তার করে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির একটি আদালত তাকে ৪০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ ডলার জরিমানা করে।

ইত্তেফাক/ডিএস