রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া’ বিষয়ক আলোচনা আজ

আপডেট : ২৭ মে ২০২৩, ২০:১২

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজন করেছে ‌‌‌‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক আলোচনা, আবৃত্তি ও বাউল গানের। শনিবার (২৭ মে) বিকাল ৪টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে হবে এ আয়োজন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। 

আয়োজকদের পক্ষে জানানো হয়, অনুষ্ঠানে আলোচনা, দলীয় আবৃত্তি ও বাউল গানের আয়োজন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চরিত্র সারা বাংলাদেশে স্বীকৃত। অথচ সাম্প্রতিককালে নানা রকম অপপ্রচারে ব্রাহ্মণবাড়িয়াকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। 

মুক্তিযুদ্ধে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ ভূমিকা রয়েছে। এ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়াকে পরিচয় করিয়ে দেওয়া সাহিত্য একাডেমি দায়িত্ব মনে করছে।

ইত্তেফাক/কেকে