মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় হিপহপ শিল্পীকে আটক করা হয়েছে। র্যাপার বিউ হার মিয়ানমারে গত মাসে বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় জান্তার সমালোচনা করেন। শনিবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। সমালোচকদের বিরুদ্ধে জান্তার অভিযানের সর্বশেষ ঘটনা হলো বিউ হারকে আটক করা।
ইয়াঙ্গুনের বাসিন্দা বিউ হার স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মে) রাতে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বিদ্যুৎমন্ত্রীকে 'বোকা' ও 'অযোগ্য' বলে অভিহিত করেছেন। মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক নেত্রী সু চির কথা উল্লেখ করে তিনি বলেন, 'গত পাঁচ বছরে আমাদের কাছে শুধু ২৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল তাই নয়, বিদ্যুতের বিলও কমে এসেছিল।'
র্যাপার জান্তার নেতাদের লক্ষ্য করে উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছিলেন। এছাড়াও তিনি ভিডিওর ক্যাপশনে তার বাড়ির ঠিকানা অন্তর্ভুক্ত করে তাদের গ্রেপ্তারের আমন্ত্রণ জানিয়েছিলেন। বুধবার (২৪ মে) ইয়াঙ্গুনের নর্থ ডাগন টাউনশিপ থেকে পুলিশ তাকে আটক করে।
এরপর থেকে ইয়াঙ্গুনের বন্ধু ও পরিবারের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছে। তাকে কোথায় বা কোন অবস্থায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।
বিউ হার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অন্যতম বিশিষ্ট সংগীতশিল্পী নাইং মায়ানমারের ছেলে। ১৯৮৮ সালের বিপ্লবের একটি জনপ্রিয় গান নাইং মায়ানমারের 'দ্য ওয়ার্ল্ড উইল নট এন্ড' গানটি।