শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২৩, ১৬:০৪

সুনামগঞ্জের দোয়ারাবজার সীমান্ত থেকে ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের কালাচান্দের হাওড়ের ধানের জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিন একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, শুক্রবার রাতে মাছ নিয়ে ভারতে যান রাতে ফিরে আসেনি। শনিবার সকাল ৯টার দিকে বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা ডিউটি করাকালীন আল আমিনকে কালাচান্দের হাওড়ের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিজিবি সদস্যরা থানায় সংবাদ দিলে এসআই মো. মিজানুর রহমানকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আল আমিনের বুক ও নাবির নিচে পোড়া কালচে দাগ দেখা গেছে।

ওসি জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করছি সকাল ৫টা হতে সাড়ে ৯টার মধ্যবর্তী যেকোন সময়ের মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) ছাতক সার্কেল রণজয় মল্লিক ও এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/আরএজে