শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৩, ১৬:১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মো. আলী শেখ (৪২) নামে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও ৫ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মো. আলী শেখ সিরাজগঞ্জের নলকা গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে। 

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে হাটিকুমরুল থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। চৌকিদহ সেতু এলাকায় একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার চালক ও ৫ যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক আলী শেখকে মৃত ঘোষণা করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত ৫ যাত্রী সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

ইত্তেফাক/এবি/পিও