আফগানিস্তানের উত্তরে বাঘলান প্রদেশে শনিবার (২৭ মে) একটি বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।
প্রতিবেদনে বলা হয় দেশটির উত্তরে বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে এক বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ইতিমধ্যে দেশটিতে একই ধরনের ঘটনা ঘটেছে এবং দায়েশ এর আগে দায় স্বীকার করেছে। আইএস-খোরাসান বর্তমান নেতৃত্বাধীন তালেবান সরকারের প্রধান প্রতিপক্ষ। তারা তালেবান সদস্য, বিদেশি নাগরিক এবং দেশের সাধারণ মানুষকে হত্যা করছে।