শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বুয়েট ক্যাম্পাসে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

আপডেট : ২৭ মে ২০২৩, ১৭:২৩

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস এলাকার একটি  ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।    

ক্যাম্পাসের ডাচ-বাংলা এটিএম বুথের পাশে ডাস্টবিন থেকে শনিবার (২৬ মে) বেলা ১১টার দিকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক দীপক বালা। 

তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে সোহেল রানা নামে এক যুবক মূত্রত্যাগ করতে গিয়ে ঐ নবজাতকটিকে দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নবজাতকের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

নবজাতক ছেলে এবং একদিন বয়সের বলে ধারণা করা হচ্ছে।

এসআই দীপক বলেন, ‘নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই। এ ব্যাপারে শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

ইত্তেফাক/এসজেড