মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর দুইটার দিকে উপজেলার কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার গ্রামের মো. শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি দুপুরে কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে নামেন। তারা হাঁটতে শুরু করলেই হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, বৃষ্টির সময় দুই পথচারী গ্রামের সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
রাজবাড়ী
এদিকে রাজবাড়ীতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক মোল্লা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আলী মোল্লার ছেলে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মোল্লার ছেলে হাসান আলী (৩২) বলেন, সকাল সাড়ে ১০টার সময় আমার বাবা খাবার খেয়ে মাঠে ধান কাটতে যায়, আগে থেকেই কাটা ধানগুলো মহিষের গাড়িতে সাজাতে থাকে এ সময় বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ চমকাতে থাকে ভয়ে আমার বাবা ও মহিষের গাড়িওয়ালা দুজনে মহিষের গাড়ির নিচে পালায় তখনই বজ্রপাতে আমার বাবার মৃত্যু হয়।