বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডিসকর্ডে এলো বড় আপডেট

আপডেট : ২৭ মে ২০২৩, ১৯:৩৮

গেমারদের জন্য ডিসকর্ড অনেক গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। বাংলাদেশেও এর কদর কম নয়। তবে ডিসকর্ড ব্যবহার অনেকের জন্যই জটিল। সম্প্রতি ডিসকর্ডে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। সঙ্গে স্ট্রিম ডেকের জন্য প্লাগিনও চালু করেছে। ডিকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ডিসকর্ড ব্র্যান্ডেড হার্ডওয়ারও চালু করবে। তবে স্ট্রিম ডেকই সবচেয়ে বড় আপডেট। 

ডিসকর্ড স্ট্রিম-ইন প্লাগিন এখন সহজেই ডিসকর্ডের নতুন সাউন্ড ডেকের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এমনকি মেসেজের জন্য নোটিফিকেশন ও ভলিউম কন্ট্রোলেও অনেক পরিবর্তন এসেছে। স্ট্রিমডেকে এখন আপনি একটি আলাদা সাউন্ডবোর্ড পাচ্ছেন। সাউন্ডবোর্ডে আপনি সাউন্ডের জন্য বাটন যুক্ত করতে পারবেন এবং আপনি কোনো সাউন্ড তৈরি করলে তা খুঁজেও বের করতে পারবেন। তবে এই সুবিধা পেতে হলে ডিসকর্ড নাইট্রো সাবস্ক্রাইবার হতে হবে।

ডিসকর্ড নাইট্রো সাবস্ক্রাইবাররা স্ট্রিম ডেকের একটি বাটন দিয়ে পিসির অডিও ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এমনকি নোটিফিকেশনের সুবিধাও কম বড় আপডেট নয়। আপাতত ওদের স্ট্রিম ডেক এবং ওদের ওয়েব থ্রি মাইক্রোফোনের জন্য অপেক্ষা। 

ইত্তেফাক/এআই