শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ২৭ মে ২০২৩, ২০:২৪

দেশের বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডা. আরিফ মাহমুদ এবং ডা. আক্তারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, পুষ্টিবিদ, রন্ধনশিল্পী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর এবং ভারত থেকে ডায়াবেটিক শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করা তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন। বেসরকারি এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন তিনি। হাসপাতালে নিয়মিত রোগী দেখার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য দেন। একই সঙ্গে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতামূলক কথা বলে আসছেন ও লেখালেখি করছেন।

ইত্তেফাক/এসটিএম