জামালপুরের মাদারগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার চর গোলাবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী তহুরা বেগম (৫০) এবং মিরসরাইয়ের বাসিন্দা ও ফেনীর ছাগলনাইয়ার পূর্ব মধুপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুব হাসান (২৮)।
নিহতের পরিবারের বরাতে মাদারগঞ্জ থানা ওসি মাহবুবুল হক জানান, মা-বাবা ও ছোট ছেলে মিলে একটি মোটরসাইকেল যোগে নিজ গ্রাম চর গোলাবাড়ি থেকে বালিজুড়ী এলাকায় যাচ্ছিল। পথে দক্ষিণ খিলকাটি এলাকার আকন্দ বাড়ি মোড়ে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা গিয়াসউদ্দিন ও তার স্ত্রী তহুরা বেগম আহত হন। আহত তহুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
এদিকে, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের চলমান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।