নওগাঁর নিয়ামতপুরে কষ্টিপাথরের মূর্তির ভগ্নাংশ উদ্ধার করেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রাম থেকে শনিবার (২৭ মে) মূর্তির ভগ্নাংশগুলো উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার এসআই মিলন সিংহ বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের একটি মন্দিরের একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে মূর্তির ভগ্নাংশ দুটি আটকে গেলে স্থানীয়রা উদ্ধার করে আমাদের জানায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স নিযে মূর্তির ভগ্নাংশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।
উদ্ধার হওয়ার মূর্তি আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।