রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আইপিএল ২০২৩ ফাইনাল

গুজরাটের টানা দুই নাকি চেন্নাইয়ের পাঁচ?

আপডেট : ২৮ মে ২০২৩, ১৩:৩৩

পর্দা নামতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের। টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গেলবার প্রথমবারের মত আইপিএল খেলতে নেমেই শিরোপা জয় করে গুজরাট। শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে, এখন পর্যন্ত চারবার শিরোপা জেতা চেন্নাইয়ের চোখ মুম্বাই ইন্ডিয়ানসের সর্বোচ্চ পাঁচবার আইপিএল শিরোপার দিকে। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে গুজরাট ও চেন্নাইয়ের শিরোপার লড়াই। এবারের আসরে লিগ পর্বের সেরা দল হয়ে প্লে-অপে উঠে গুজরাট। ১৪ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট সংগ্রহ করেছিলো তারা। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। টেবিলের শীর্ষ দুই স্থানে থাকায় কারণে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় গুজরাট ও চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে উঠে চেন্নাই। 

প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়ায়, দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে হয় গুজরাটকে। সেখানে মুম্বাইকে ৬২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গুজরাট। ফাইনাল নিয়ে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেবো। কি ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন বড় নয়। সবাই মিলে শতভাগ দিতে পারলে সাফল্য আসবে। যা খুশি ফল হতে পারে। আমি ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

ওপেনার শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নেয় গুজরাট। এবারের আসরে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি করেছেন গিল। এর মধ্যে সর্বশেষ চার ম্যাচেই তিনটি শতক হাকান তিনি। ৮৫১ রান নিয়ে আসরে  এ পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। ফাইনালের মঞ্চে গিলের জ্বলে উঠার অপেক্ষায় থাকবে গুজরাট।
 
ফাইনাল নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। গুজরাট খুবই ভালো দল। পুরো আসরে ভালো খেলেছে। তাদের নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য শিরোপা।’

উদ্বোধনী অনুষ্ঠানের মতো এবারের আইপিএলে থাকছে সমাপনী অনুষ্ঠান। ফাইনালের টসের আগে হবে আইপিএলের সমাপনী অনুষ্ঠান। বলিউডের তারকা র‍্যাপার, ডিজে এবং গায়কদের দেখা যাবে সেখানে পারফর্ম করতে। এবারের আইপিএল চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স দল পাবে ১৩ কোটি রুপি। 

ইত্তেফাক/এসএস