মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আইফোনের লকস্ক্রিন হবে স্মার্ট ডিস্প্লের মতো

আপডেট : ২৮ মে ২০২৩, ১৮:৩৪

অ্যাপল তাদের আইওএস ১৭ তে নতুন ফিচার নিয়ে কাজ করছে। তারা তাদের লকস্ক্রিনে স্মার্ট ডিসপ্লের আদল আনতে চায়। 

ব্লুমবার্গে মার্ক গুরমান জানিয়েছেন, নতুন স্মার্ট ডিস্প্লে লকস্ক্রিনে আবহাওয়া, সময়, ক্যালেন্ডার ও অ্যাপয়েন্টমেন্ট দেখা যাবে। উইজেটগুলোর পেছনে কালো ব্যাকগ্রাউন্ড ব্রাইট ফন্টে দেখা যাবে। ফলে ডেস্কটপে কানেক্টেড থেকেও ফোনের নোটিফিকেশন দেখা হবে আরও সহজ। এমনিতে পিক্সেল ফোনে পিক্সেল স্ট্যান্ড ফিচারে এসবই আছে। 

তবে অ্যাপল অবশ্য একটু ভিন্নভাবে এগুচ্ছে৷ তারা আইপ্যাডেও এই ফিচার চালু করতে চায়। আগামী মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে এই ফিচারটি সবার কাছে উন্মুক্ত করার ইচ্ছে পোষণ করছে অ্যাপল। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন