লালমনিরহাটের হাতীবান্ধায় রেস্টুরেন্টের নাস্তা খেয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
উপজেলার দইখাওয়া বাজারে এ লাকায় শনিবার (২৭ মে) রাতে এ ঘটনার পর অসুস্থরা হাসপাতালে চিকিৎনা নিচ্ছেন।
ভুক্তভোগীদের পরিবার জানায়, উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকার জসিম উদ্দিনে ছেলে আসাদুল ইসলাম (৩০), দইখাওয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (১৮), দক্ষিণ গড্ডিমারী এলাকার মহুবর রহমানের ছেলে রায়েজ উদ্দিন (৪৫)সহ ১৫ জন গরু ব্যবসায়ীসহ আরো অনেকে রেদওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ডাল ও সাদারুটি দিয়ে সেখানে নাস্তা করে। পরে মধ্যেরাতে পেট ব্যথা ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে পরিবারে সহযোগিতায় তাদেরকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়।
রেদওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের বলেন, আমার হোটেলে কোন অস্বাস্থ্যকর পরিবেশে নাস্তা তৈরি করি নাই। অসুস্থতার বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে হাতীবান্ধা আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা জানান, খাদ্যে বিষক্রিয়া অর্থাৎ ফুডপয়জন হওয়ার কারণে এটি হয়েছে। তবে ১৭ জন আশঙ্কা মুক্ত হলেও বাকি তিন জন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।