বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সোনা ও টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

আপডেট : ২৮ মে ২০২৩, ১৯:৫৪

মাদারীপুরে ৮ ভরি সোনার গহনা ও তিন লক্ষাধিক টাকা নিয়ে প্রেমিক মাসুদ শিকদারের হাত ধরে পালিয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

শুক্রবার (২৬ মে) মার্কেটে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান।

প্রেমিক মাসুদ শিকদার সদর উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে।

জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার আমিনুল ইসলামের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় সদর উপজেলার দক্ষিণ দুধখালী এলাকার আজিজুল খানের মেয়ে আয়েশার। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-মীমাংসাও হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন আয়েশা। শুক্রবার সকালে মার্কেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ৮ ভরি সোনার গয়না ও নগদ তিন লক্ষাধিক টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্বামী আমিনুল ইসলাম শনিবার রাতে মাদারীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।  

আমিনুল ইসলাম বলেন, আমার স্ত্রী পরকীয়া প্রেমিক মাসুদ নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে। শনিবার খোঁজাখুঁজি করে না পেয়ে প্রথমে আমরা থানায় ডায়েরি করেছি। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন স্ত্রী আয়েশা উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে মাসুদ শিকদারের (২৫) সঙ্গে পালিয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী থানায় সাধারণ ডায়েরি করেছেন। গৃহবধূ আয়েশাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও