শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা

আপডেট : ২৮ মে ২০২৩, ১৯:০৪

কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে পেট্রোল পাম্পের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন,‘কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী শহরের দিকে আসা ২০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং শহরের বাসিন্দাদের অনুরোধ জানিয়ে বলেছে-আশ্রয়স্থলে থাকুন। হামলাটি ব্যাপক!’

মেয়র এবং সাবেক বক্সার টেলিগ্রামে বলেছেন, ‘৩৫ বছর বয়সী এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪১ বছর বয়সী এক লোক মারা গেছে।’ একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, কিয়েভের বিমান প্রতিরক্ষা বাহিনী শহরের দিকে যাওয়া ‘২০টিরও বেশি ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে এবং শহরের বাসিন্দাদের অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আশ্রয়স্থলে থাকুন। আক্রমণটি ব্যাপক!’

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়া রেকর্ড ৫৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এরমধ্যে ৫২টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো গত শুক্রবার বলেছেন, চলতি মাসে ১৩টি হামলা হয়েছে। 

ইত্তেফাক/এএইচপি