মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজশাহীতে নবজাতক শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার মা

আপডেট : ২৮ মে ২০২৩, ১৯:২৯

রাজশাহীর মোহনপুরে ৩৮ দিনের এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে বাড়ির গরুর খাবারের পাত্রের পানির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার (২৭ মে) বিকালে উপজেলার বসন্তকেদার মধ্যপাড়া (বকপাড়া) গ্রামে এ ঘটনায় ঘটে। 

এদিন রাতেই  শিশুটির বাবা আলামিন হোসেন বাদী হয়ে  মোহনপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় শিশুটির মা তানিয়া খাতুনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা যায়, শনিবার বিকালে শিশুটির বাবা বাড়ির বাইরে গিয়েছিলেন। মা তানিয়া কুকুরে কামড়ানো এক প্রতিবেশীকে দেখতে যান। এ সময় তানিয়ার জা  (ভাসুরের স্ত্রী) রোজিনা খাতুন তাদের বাড়িতে এসে দেখেন, শিশুটি গরুর খাবারের পাত্রের পানির মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। রোজিনার চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

শিশুটির বাবা আলামিন বলেন, বাড়িতে স্ত্রী ও মেয়ে ছাড়া আর কেউ ছিল না। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক বাড়িতে এসে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাকে জানান, শোবারঘরে মেয়েকে ঘুমে রেখে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে শুনতে পান পাশের বাড়িতে কাকে যেন কুকুরে কামড় দিয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি সেখানে যান। পরে রোজিনার চিৎকারে বাড়িতে এসে দেখেন মেয়ে মারা গেছে।

রোজিনা খাতুন বলেন, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। বিয়েবাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখেন গরুর খাবার পাত্রের পানির মধ্যে শিশুর লাশ ভাসছে। তারপর তিনি চিৎকার করে সবাইকে ডাকেন।

মোহনপুর থানার ওসি মো. সেলিম বাদশাহ বলেন, রোজিনার চিৎকারে আশপাশের সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির মা তানিয়াও আসেন। কিন্তু তিনি শিশুর লাশ দেখে প্রথমে কান্নাকাটি করেননি। এতে সন্দেহ হয়। রাতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন, মাথায় জিন চাপলে কী হয়, তিনি আর মনে করতে পারেন না। শিশুটির বাবা রাতে মামলায় করলে তানিয়া খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও