তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট-গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। দেশটির স্থানীয় সময় আজ রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টা অবদি চলে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এবারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল শিগগিরই প্রকাশ হবে।
আজকের ফলাফলের মধ্যেই তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ানের ২০ বছরের ক্ষমতার দৌড় আরও দীর্ঘায়িত হবে কি না, তা নির্ধারিত হবে। প্রথম দফার ভোটে একটুর জন্য জয় হাতছাড়া হয় এরদোয়ানের।
গত ১৪ মের নির্বাচনে এরদোয়ান ৪৯.৫ শতাংশ ভোট পান। অন্যদিকে আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পান ৪৪.৮ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান পান ৫ দশমিক ২। ইতোমধ্যে এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন সিনান। এ নিয়ে তুরস্কের বিশ্লেষকদের একাংশ ধারণা করছেন, জয় এরদোয়ানই পাচ্ছেন।
তবে শক্ত অবস্থানে থাকা কিলিচদারোগলুর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিনি দ্বিতীয় ধাপের ভোটের আগে এরদোয়ানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন।
তার অভিযোগ, ভোটারদের কাছে তার পাঠানো টেক্সট মেসেজ ব্লক করা হয়েছে আর এরদোয়ানের পাঠানো টেক্সট মেসেজ স্বাভাবিকভাবেই পৌঁছেছে।