মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গান গেয়ে ভাষণ শুরু করলেন এরদোয়ান 

আপডেট : ২৮ মে ২০২৩, ২৩:৪৬

রিসেপ তাইয়েপ এরদোয়ানকে তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। ক্ষমতাসীন এরদোয়ান এর মধ্যে এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে পুনরায় জয় লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ।

এদিকে এরদোয়ানও নিজেকে বিজয়ী দাবি করেছেন। তিনি তার সমর্থকদের উদ্দেশে গান গেয়ে ভাষণ শুরু করেছেন। নির্বাচনী প্রচারণার বাস থেকে তিনি এ ভাষণ দেন। এসময় তিনি ভোটারদের ধন্যবাদ জানান। 

এরদোয়ান বলেছেন, তারা তুরস্কের পাঁচ বছরের জন্য আমাকে দায়ভার দিয়েছে। তবে এখন পর্যন্ত এরদোয়ানের জয়ের সরকারিভাবে ঘোষণা আসেনি। 

তবে সরকারি ফলাফলেও এগিয়ে ছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান,  ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে এতে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৫৩ শতাংশ।  

আহমেত ইয়েন বলেন, এখন পর্যন্ত দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিবিসি বলছে, এটি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারিভাবে ফলাফল জানানোর প্রথম ঘোষণা। 

সরকারিভাবে এরদোয়ানের জয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন। 

এ ছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও তাকে অভিনন্দন জানিয়েছেন।

ইত্তেফাক/ইআ