মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রিজার্ভ ডে’তে আইপিএলের ফাইনাল

আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:১২

বৃষ্টির কারণে গতকাল রোববার (২৮ মে) নির্ধারিত দিনে হতে পারেনি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার আইপিএলের ফাইনাল। আজ রিজার্ভ ডে’তে হবে দুই দলের শিরোপার লড়াই।

গতকাল বৃষ্টির কারণে টস হতে পারেনি। নির্ধারিত দিনে যেহেতু টস হয়নি, আজ টস দিয়েই শুরু হবে ফাইনাল। ফাইনালের দিন আহমেদাবাদে সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ বাড়তে থাকে। টস করার জন্য মাঠেও নামতে পারেনি দু’দল। ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে কাট-অফ টাইম ঠিক করা হয় রাত ১২টা ৬ মিনিট। 

কিন্তু কাট-অফ টাইমের আগেই নির্ধারিত দিনের খেলা স্থগিত করে রিজার্ভ ডে’তে ফাইনাল গড়ানোর সিদ্বান্ত নেন ম্যাচ কর্মকর্তারা।

এই প্রথম আইপিএলের ফাইনাল গড়ালো রিজার্ভ ডে’তে গড়ালো। সবশেষ ২০১৪ সালের আইপিএলে কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়েছিলো।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন