শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অপেরার এরিয়া চ্যাটবট

আপডেট : ২৯ মে ২০২৩, ১৫:২৪

অপেরা ব্রাউজার সম্প্রতি এরিয়া চ্যাটবট চালু করেছে যা মাইক্রোসফট এজের বিং চ্যাটবটকেও টেক্কা দিতে পারে। অপেরার সাইডবারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এই সাইডবারেই যুক্ত হয়েছে নতুন চ্যাটবট এরিয়া। 

নতুন এই চ্যাটবট দেখতে অনেকটা চ্যাটজিপিটির মত। যেহেতু এই চ্যাটবট ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত তাই এটিকে সার্চ ইঞ্জিন হিসেবেও ব্যবহার করার সুযোগ আছে। 

বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে থাকবে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি। আপাতত এরিয়া মাইক্রোসফট বিং-এর একটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অপেরা ব্রাউজার বহুদিন ধরেই পিছিয়ে ছিল।

কিন্তু এবার হয়তো তা ফিরে আসতে পারে। যদি ভালোভাবে চ্যাটবটের মার্কেটিং করতে পারে তাহলে চ্যাটবটটি জনপ্রিয়তা পাবে আশা করছেন বিশেষজ্ঞরা। 

ইত্তেফাক/এআই