ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও চিপসের খালি প্যাকেট জমা দিলে তার বদলে মিলছে গাছের চারা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্য।
সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নির্দিষ্ট সংখ্যক পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও চিপসের খালি প্যাকেটের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে চারা গাছ উপহার দেয় সংগঠনটির সদস্যরা। যাতে অংকুর নার্সারি নামের একটি ব্যক্তি মালিকানাধীন নার্সারি গাছের চারা সরবরাহ করে।
এদিকে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল। এসময় সহকারী প্রক্টর প্রফেসর ড. শফিকুল ইসলাম, ড. আমজাদ হোসেন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভয়ারণ্যের সহসভাপতি ইশতিয়াক ইমন বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল নিয়ে এসেছে, যার বিনিময়ে আমরা তাদেরকে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছি।
এ প্রসঙ্গে অভয়ারণ্যের সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, প্লাস্টিক মানবদেহ ও প্রকৃতিতে কি ধরনের ক্ষতি করতে পারে সে বিষয়টি আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেখানে সেখানে প্লাস্টিকের খালি বোতল ফেলবে না এবং গাছের চারা রোপণে উৎসাহী হবে। কয়েক শতাধিক বোতল জমা পড়েছে। এগুলো পরবর্তীতে রিসাইকেল করা হবে।