রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডার জেরে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট : ২৯ মে ২০২৩, ২১:৫৮

মানিকগঞ্জে গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডার জেরে দিনমজুর আজিদ প্রামাণিককে পিটিয়ে হত্যা মামলার আসামি সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আজিদ প্রামাণিক নাটোরের লালোর এলাকার আব্দুল কাদের প্রামাণিকের ছেলে। পেশায় দিনমজুরের কাজ করতেন তিনি।

সোমবার (২৯ মে) সকালে রাজশাহীর কিশোরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর এলাকার মাজদার আলীর ছেলে। মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের শ্রমিকের হাটে দিনমজুর আজিদ প্রামাণিক ও সোহেল রানার পরিচয় হয়। ধানকাটার জন্য গত ২২ মে (সোমবার) মানিকগঞ্জের হরিরামপুরের হেলাচিয়া এলাকার লাভলু মিয়া তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। । সেখানে শনিবার সকালে গাঁজা সেবন নিয়ে আজিদ ও সোহেল রানার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধানের খড় শোকানোর কারাইল দিয়ে আজিদকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
 
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের প্রামাণিক বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও