রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মানিকগঞ্জে তিন গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ৩০ মে ২০২৩, ১২:৫২

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধূল্যা গ্রামে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণ এবং বিক্রয়জনিত অপরাধে তিন গাঁজা ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থানা পুলিশের সহায়তায় তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কমলপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মো. লাবু মিয়া (৩৫), পূর্ব কুষ্টিয়া গ্রামের ওয়াজুদ্দিনের ছেলে মো. আদম আলী (৩৭) ও বালিয়াটী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাসেল হোসেন (৩১)।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, ওই তিন মাদক কারবারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাটুরিয়া থানা ওসি সুকুমার বিশ্বাস জানান, তিন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে