শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নকল পণ্য শনাক্ত করবে ফিচারপ্রিন্ট অ্যাপ

আপডেট : ৩০ মে ২০২৩, ১৩:০১

নকল পণ্য শনাক্ত করাটা কঠিন। যথেষ্ট অভিজ্ঞতা ও জ্ঞান না থাকলে অনেক সময় বোঝা যায় না। তবে ওয়াশিংটনের আলিথেওন নামে একটি প্রতিষ্ঠান জানাচ্ছে, তাদের ফিচারপ্রিন্ট অ্যাপ সহজেই আসল-নকল পণ্য শনাক্ত করতে পারবে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একাধিক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে নকল পণ্য যাচাই করার জন্য অ্যাপ দিয়ে ছবি তুললেই হয়। 

আলিথেওন জানাচ্ছে, বারকোড, এনগ্রেভ, স্টিকার দিয়ে তারা শনাক্ত করার পদ্ধতি রাখেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো পণ্যের উপরিভাগ যাচাই করে পণ্যটি আসল না নকল তা বুঝতে পারে। এমনকি ভাঙা কিংবা পুরনো পণ্যও এভাবে শনাক্ত করা যাবে। তবে ইউজার ইন্টারফেসের মাধ্যমে এই ফিচার কিভাবে ব্যবহার করা যাবে তা এখনো জানানো হয়নি। অ্যাপটি এখনো অ্যান্ড্রয়েড কিংবা আইওএসের জন্য উন্মুক্ত করা হয়নি। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন