কক্সবাজারের টেকনাফে ৬ লাখ পিস ইয়াবাসহ এমরান ওরফে লাদেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩০ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুশীল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
একই দিনে উপজেলার জালিয়াপাড়া থেকে পৃথক অভিযানে ৩ জনকে ৩ লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (৩০ মে) বিকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদির পাড়া গ্রামের এমরান ওরফে লাদেন এবং পার্শ্ববর্তী ফুলের ডেইল গ্রামের মো. ফয়সাল, জালিয়াপাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২) ও আব্দুস শুক্কুরের স্ত্রী সোনা মেহের (৫৫)।
র্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুশীল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবাসহ লাদেন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল বলেন, গ্রেপ্তার লাদেন এর আগে নারী অপহরণসহ একাধিক মামলার আসামি। একই দিনে পৃথক অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রশিদ আহমদকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।