বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চূড়ান্ত হলো পরের মৌসুমের প্রিমিয়ার লিগের লাইনআপ

আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:৪৯

শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২২-২৩ মৌসুম। আর্সেনালের স্বপ্নভঙ্গ করে টান তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ইপিএল থেকে এবার রেলিগেট হয়ে গেছে লেস্টার সিটির মত দল। এদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবার প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লুটন টাউন এফসি।

বার্নলি ও শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে এবার প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে লুটন টাউন। উলভসের সাবেক ডিফেন্ডার ও কোচ রব এডওয়ার্ডসের অধীনে প্রথম বারের মতো ইংল্যান্ডের শীর্ষ এই লিগে খেলতে যাচ্ছে লুটন। 

এদিকে মাত্র এক বছর বাইরে থাকার পর প্রিমিয়ার লিগে ফিরেছে বার্নলি। ভিনসেন্ট কোম্পানির অধীনে চ্যাম্পিয়নশিপে ঝড় তুলে শীর্ষ লিগে ফিরছে তারা। এছাড়া দুই বছর দ্বিতীয় বিভাগে কাটানোর পর দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগে ফিরেছে শেফিল্ড ইউনাইটেড। প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়া  লেস্টার সিটি, লিডস ইউনাইটেড ও সাউদাম্পটনের জায়গায় খেলবে নতুন এই  তিন ক্লাব।

আগামী ১৫ জুন বৃহস্পতিবার প্রকাশ করা হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সূচি। 

এক নজরে ২০২৩-২৪ মৌসুমের জন্য প্রিমিয়ার লিগে জায়গা পাওয়া দলগুলো: ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসেল ইউনাইটেড, লিভারপুল, অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম হটস্পার্স, বোর্নেমাউথ, ব্রেন্টফোর্ড, ব্রাইটন এন্ড হোভ আলবিয়ন, বার্নলি, চেলসি, ক্রিস্টাল প্যালেস, এভারটন, ফুলহ্যাম, লুটন টাউন, নটিংহাম ফরেস্ট, শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং উলভস।

ইত্তেফাক/এসএস