রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সমুচার দাম ৪০০ টাকা!

আপডেট : ৩১ মে ২০২৩, ১৩:০৮

ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার সমুচা। জায়গাভেদে এর দাম পাঁচ টাকা, ১০ টাকা বা ২০ টাকা। তবে বিদেশে এর দাম তুলনামূলক বেশি হবে, সেটা হয়তো স্বাভাবিক! কিন্তু তাই বলে দুটি সমুচার দাম ৮০০ টাকা? 

হ্যাঁ! সম্প্রতি এমন আকাশচুম্বী দামের ঘটনা প্রকাশ করেছেন এক আমেরিকান হিন্দি ইউটিউবার। নাম ড্রিউ হিকস। এক ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রে সমুচার অবিশ্বাস্য দামের তথ্য তুলে ধরেছেন। 

এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি। সেখানে মেনুকার্ডে দেখতে পান দুটি সমুচার দাম লেখা রয়েছে ৭ দশমিক ৪৯ মার্কিন ডলার। অর্থাত্ বাংলাদেশি মুদ্রায় সমুচা দুটির দাম ৮০৩ টাকা প্রায়, মানে একেকটি সমুচা ৪০০ টাকা!

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন