ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের পেসার মাথিশ পাথিরানা। একাদশে সুযোগ পেলে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হবে ২০ বছর বয়সী পাথিরানার।
শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্য দেশের হয়ে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পাথিরানার ডাকনাম দেয়া হয়েছে ‘বেবি মালিঙ্গা’।
আগামী ২, ৪ এবং ৭ জুন হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এই ভেন্যুতে কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
আইপিএলে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন পাথিরানা। আহমেদাবাদে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে যৌথভাবে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতে নেয় চেন্নাই। ফাইনালে ৪৪ রানে ২টি উইকেট নেয়া পাথিরানাকে ‘বিশেষজ্ঞ’ বোলার উপাধি দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মেহন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে মোট ১৯ উইকেট শিকার করেছেন তিনি।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।