নেত্রকোনার মদনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ মে) রাতে ভুক্তভোগী ভূমি কর্মকর্তা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম রেনু তালুকদার। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, মঙ্গলবার (৩০ মে) দুপুরে জমির দাগ নম্বর সম্পর্কে তথ্য জানতে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেনু তালুকদার। তখন তিনি অফিসের কিছু গোপনীয় নথিপত্র নিয়ে যেতে চান। এসব নথি দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে মারধর করে।
খবর পেয়ে উপজলো সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার রাতেই আওয়ামী লীগ নেতা রেনু তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মদন থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।