শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাত্র ৩০ সেকেন্ডে পুরো গ্রামের ভোটগ্রহণ শেষ

আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৪০

মাত্র ৩০ সেকেন্ডে ভোটগ্রহণ শেষ করে রেকর্ড গড়েছেন স্পেনের একটি গ্রামের বাসিন্দারা। এই ভোটদানের মাধ্যমে তাদের আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ডটি ছিল ৩২ সেকেন্ডের। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্পেনের ওই গ্রামটির নাম ভিলারোয়া। লা রিওজা প্রদেশের ছোট এ গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন। ১৯৭৩ সাল থেকে ওই গ্রামে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সালভাদর পেরেজ।

স্পেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সাতজনের সবার ভোট পাব কি না, জানি না। তবে জয়ের বিষয়ে আমি অনেকটাই নিশ্চিত।”

পেরেজ বলেছেন, ভিলারোয়া গ্রামের বাসিন্দারা অনেক প্রশিক্ষিত এবং সকালে ভোটকেন্দ্র চালু হওয়ার পরপর ভোট দিতে প্রস্তুত ছিলেন তারা।

ভোটগ্রহণ শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্পেনে ভোট সম্পন্নকারী কেন্দ্রে পরিণত হয় ভিলারোয়া।

পেরেজ স্বীকার করেছেন, তার গ্রামের বাসিন্দারা আরেকটি গ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। কাস্টিলা-লা মাঞ্চা এলাকার ইল্লা ডে ভাকাস নামের গ্রামটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র তিনজন।

ইত্তেফাক/এএইচপি