রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বড় ব্র্যান্ড হওয়ার দৌড়ে এমএসআই

আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৫৩

এমএসআই এমনিতে গেমিং হার্ডওয়ার কোম্পানি হিসেবে পরিচিত। কিন্তু চলতি বছর তারা একাধিক ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। তাদের কমার্শিয়াল-১৪ সিরিজ এমনিতেই গ্রাহকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। এসব ল্যাপটপে তারা হাই-এন্ড ফিচার যুক্ত করেছে। 

ধারণা করা হচ্ছে, লেনোভোর থিংকপ্যাডের সঙ্গে তারা লড়াইয়ে নামছে। এর আগেও তারা এই চেষ্টা চালিয়েছিল। সামিট সিরিজের মাধ্যমে তারা সম্ভাবনাও দেখিয়েছিল।

এই বছরের শেষদিকে ব্র্যান্ডটি কমার্শিয়াল সিরিজ এবং প্রেস্টিজ ১৬ স্টুডিও ইভো বাজারে আনবে। তাছাড়া তাদের ক্রিয়েটর জে১৭ এইচএক্সও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এমএসআই যে ল্যাপটপের বাজারে একটি বড় ব্রান্ড হওয়ার চেষ্টা করছে তা এখন স্পষ্ট। 

সূত্র: দ্য ভার্জ

ইত্তেফাক/এআই