বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ক্যারিবীয় বোলিংয়ে বিধ্বস্ত টাইগার ব্যাটাররা

আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৫৮

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে ব্যাক ফুটে বাংলাদেশ। ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ 'এ' দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ৩২০ রান নিয়ে প্রথম দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বুধবার ব্যাট করতে নেমে আরও ১২৫ রান যোগ করে অলআউট হয় সফরকারীরা। 

এরপর ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পরে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩৭ রানে দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। দীর্ঘ দিন ধরে অফফর্মে থাকা মুমিনুল তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে মাত্র ৫ রান করে ফিরে যান সাজঘরে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। জাকির হাসান ৫৭ বলে ২৯ ও সাইফ হাসান ৬৮ বলে ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার নেন ২ টি করে উইকেট।

তানজিম সাকিব ৩৩ বলে ১৭ ও নাসুম আহমেদ ৩১ বলে ৭ করে অপরাজিত আছেন। ২৮৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন